ববি প্রতিনিধি: সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বুধবার (৩ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রায় দুই ঘণ্টার মত অবরোধ করে রাখেন তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারী ইংরেজি বিভাগের শিক্ষার্থী তারেক হাসান বলেন, কোটা আন্দোলন নিয়ে আমাদের সকল শিক্ষার্থীর বক্তব্য পরিষ্কার, আমরা চাই আগামীকাল চার তারিখের শুনানিতে বৈষম্যমূলক কোটা বাতিল হোক, কিন্তু কোনোভাবে রায় পক্ষে না আসলে শিক্ষার্থীরা মেনে নেবে না, সারাদেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা বয়কট করে দিনরাত রাস্তাতেই কাটাবে।
এসআই/
মন্তব্য করুন