এডুকেশন টাইমস ডেস্ক :
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী সারজিস আলমকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ।কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা অমর একুশে হল গেটে অবস্থান নিয়েছে।
৫ জুলাই (শুক্রবার) রাত ১২টা নাগাদ অমর একুশে হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তারা।
সারজিস আলম বলেন, অমর একুশে হল ছাত্রলীগের হল শাখার কয়েকজন পদপ্রার্থী আমার এক রুমমেটকে ডেকে হল থেকে নেমে যাওয়ার জন্য বলেন। বিষয়টি জানার পর আমি পদপ্রার্থীদের সঙ্গে টিএসসিতে দেখা করি এবং সত্যতা জানতে চাই। তারা আমাকে জানান, দলীয় হাইকমান্ড থেকে তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। চলমান আন্দোলন চালিয়ে নেওয়ার স্বার্থে হল থেকে নেমে যাওয়াকে ভালো মনে করি। কিন্তু আমি হল থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা আমাকে হলের সামনে আটকে দেয়। এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ আমাকে অভয় দিয়ে হলে থাকতে বলেন।
তিনি আরো বলেন, ছাত্রলীগের হাইকমান্ড থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি এমন তথ্য জানতে পেরেছি। হল পদপ্রার্থীরা ‘কৃতিত্ব’ পাওয়ার জন্য এমন কাজ করেছে।
এদিকে সারজিসকে হল থেকে নেমে যাওয়ার নির্দেশের তথ্যে হলের মূল ফটকে প্রায় ৫০০ শিক্ষার্থী জড়ো হন। পরবর্তীতে তারা রাত ১টা নাগাদ স্থান ত্যাগ করেন।
এবিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ বলেন, যারা সারজিসকে হল ছাড়ার কথা বলেছে, তাদের সঙ্গে তার মীমাংসা হয়েছে। শিক্ষার্থীরা পুরো ঘটনা না জেনেই অবস্থান নিয়েছিল।
ইএইচ/
মন্তব্য করুন