এডুকেশন টাইমস
৫ জুলাই ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ইতিহাসে প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি:

ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ’র নেতৃত্বে এক প্রতিনিধিদল বৃহস্পতিবার (৪ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সাথে মতবিনিময় করেন। উপাচার্যের কনফারেন্স রুমে এই মতবিনিময়কালে প্রতিনিধিদলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও তা বাস্তবায়নের কর্মকৌশল সম্পর্কে অবহিত করেন।

আলোচনাকালে প্রতিনিধিদলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিকে বেছে নেওয়ার কথাও জানান। আলোচনাকালে উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে রাবিকে পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করায় ধন্যবাদ জানান ও সে লক্ষ্যে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক ড. মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সফরকারী প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান ও শাহ্ জিয়াউল হক, যুগ্ম পরিচালক সরকার মোহাম্মদ আমীর খসরু ও মো. মোস্তাফিজুর রহমান; সোনালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক খোকন চন্দ্র বিশ্বাস, উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম; ব্র্যাক ব্যাংক পিএলসি’র ই-কমার্সের সিনিয়র ম্যানেজার মো. রায়হানুল কবির; মাস্টারকার্ড এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও রিটেইল কমার্স বিভাগের প্রধান মো. জুবায়ের হোসেন।

এ বিষয়ে অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম বলেন, “রাজশাহী হবে দেশের প্রথম ক্যাশলেস সিটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের মডেল। রাবির অফিস, দোকানপাট, ক্যান্টিনসহ সব জায়গায় ধীরে ধীরে নগদ টাকার পরিবর্তে মোবাইল ব্যাংকিং এবং স্মার্ট আইডি কার্ড দিয়ে লেনদেন চালু হবে। ইন্টারনেট ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন বা স্মার্ট আইডি কার্ড দিয়ে পেমেন্ট করার সুযোগও থাকবে।”

 

ইএইচ/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি’র শিক্ষক রব্বানীর বিরুদ্ধে অন্যের চাকরি নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগ

মোল্লা কলেজে হামলাকারীরা আমাদের শিক্ষার্থী না- অধ্যক্ষ

চলমান ‘কলেজ দ্বন্দ্বে’ না জড়িয়ে শিক্ষার্থীদের সংযম প্রদানের নির্দেশ জবি প্রশাসনের

শাবিপ্রবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

শিক্ষা ও গবেষণায় আন্তজার্তিক মানের করার আশ্বাস ইবি উপাচার্যের

জবির নতুন অর্থ পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম 

‘মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক

ডিএমআরসি তে জিম্মি শতাধিক শিক্ষার্থী,গুরুতর আহত ৫০

লাখ টাকার লোভ দেখিয়ে শাহবাগে জনসমাগম করার নেপথ্যে কারা?

প্রথম আলো-ডেইলি স্টার ‘পুড়িয়ে’ নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ

১০

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

১১

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত 

১২

ঢাকায় সমাবেশে নিতে কোটি টাকা সুদমুক্ত ঋণের প্রলোভন

১৩

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই: হাইকোর্ট

১৪

শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

১৫

বর্ণাট্য আয়োজনে আয়োজনে ইবির ৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৬

মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

জবিতে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা গেলো খরচসমূহ

১৮

জবি এআইএস ডিবেট প্রিমিয়ার লীগ ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত

১৯

জাবিতে শিক্ষার্থী মৃত্যুর মামলায় অভিযুক্ত রিকশাচালকসহ ৩ জনকে পুলিশে সোপর্দ

২০