রাবি প্রতিনিধি:
কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন অনেক বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্বিতীয় বারের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
কোটা সংস্কারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩০,৩১,৩২তম ব্যাচ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৬৫, ৬৬, ৬৭তম ব্যাচ, আইন বিভাগের ৪৩, ৪৪, ৪৫, ৪৬তম ব্যাচ, মনোবিজ্ঞান ৬৫তম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫৮তম ব্যাচ, ইসলামিক স্টাডিজ বিভাগের সকল ব্যাচ, ফোকলোর বিভাগের ২৩তম ব্যাচ, নৃবিজ্ঞান বিভাগের ২৪তম ব্যাচ, ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচ ও মনোবিজ্ঞান বিভাগের ৬৫তম ব্যাচ গতকালই ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেছেন সারাদেশের সাথে সমন্বয় করে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মসূচি পালন করবে। যতদিন না দাবি আদায় হবে ততদিন পর্যন্ত তারা ক্লাসরুমে ফিরবে না বলে জানিয়েছেন।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহ পরান বলেন, কোটা দৃশ্যতই একটি বৈষম্যমূলক প্রথা। মেধাবীরা এ প্রথার কারণে চাকরি পাবে না, ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাবে, বাড়বে মেধাপাচার। মোটকথা, কোটাপ্রথার বাস্তবায়ন ক্রমেই জাতিকে মেধাশূন্য করে দিবে। এইরকম পরিস্থিতিতে জ্ঞানার্জনের জন্য ক্লাসে যাওয়ার কোনো মানেই হয় না। যতক্ষন পর্যন্ত এ বৈষম্যমূলক প্রথার সংস্কার না করা হয় ততক্ষন আমাদের ঠিকানা রাজপথ, ক্লাসরুম না।
ইএইচ/
মন্তব্য করুন