খুবি প্রতিনিধি: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ টাকা তৃতীয় দিনের আন্দোলনে খুলনার শিববাড়ি মোড় অবরোধ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৬ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে মিছিল নিয়ে খুলনার শিববাড়ি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় তিন ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরেও ৫৬% কোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা আশা করি খুব দ্রুত এর সংস্করণ করা হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মইনুল হাসান বলেন, কোটা সংস্কারের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমরা বৈষম্যের বিরুদ্ধে। কোটা ব্যবস্থা পূনর্বহালের ফলাফল মেধাবীদের সাথে বৈষম্য করা। আমরা দ্রুত কোটা ব্যবস্থা বাতিল চাই এবং ২০১৮ সালের পরিপত্র বহাল চাই।
শিক্ষার্থীরা আরো জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত দুইদিন (৪ জুলাই ও ৫ জুলাই) নগরীর জিরোপয়েন্টে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে খুলনা-জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসআই/
মন্তব্য করুন