এডুকেশন টাইমস
৭ জুলাই ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটার পূনর্বহালের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থীদের মানববন্ধন 

জাককানইবি প্রতিনিধি:

বৈষম্যমূলক কোটা প্রথার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাষ্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এসময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই, কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক সহ কোটা প্রথার বিরুদ্ধে আরো  বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।

এসময় মানববন্ধনরত অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের কে অবশ্যই সম্মান করি,রাষ্ট্র তাদেরকে প্রতি মাসে যে সম্মানী দেয় প্রয়োজনে তাদের সম্মানি আরো বাড়ানো হোক তা নিয়ে আমাদের কোন আপত্তি নেই তবে তাদের উপর ভর করে নাতি, পুতিদের জন্য যে ৩০% কোটার ব্যবস্থা করা হয়েছে মুক্তিযুদ্ধে এসব নাতিপুতিদের কোন ভূমিকা ছিল বলে এরকম কিছু আমার জানা নেই।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরিররত একজন শিক্ষক মাসে ৬০ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন পায় স্বাভাবিকভাবেই তাদের সন্তানরা সাধারণ শিক্ষার্থীদের থেকে  অগ্রসর।এরপরও সরকারি চাকরি ক্ষেত্রে তাদের জন্য ২০% কোটা বরাদ্দের বিষয়টি অত্যন্ত হাস্যকর।আমার বাবা একজন কৃষক তিনিও দেশের জিডিপিতে অবদান রেখে চলেছেন। কোটা যদি রাখার প্রয়োজনই হয় তাহলে দরিদ্র কৃষকের সন্তানদের জন্য রাখা হোক।কিন্তু রাখা হয়েছে যাদের বাবা- মা সরকারি চাকরিরত। তাহলে কি আমার বাবা কৃষক হয়ে বড়ই অপরাধ করে ফেলেছে ? জাতির কাছে জানতে চেয়ে কোটার প্রতি এভাবেই তিনি তার ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে আরেক শিক্ষার্থী বলেন, আমরা মুক্তিযোদ্ধাদেরকে  সম্মান করি। স্বাধীনতার এই ৫৪ বছরে এসেও মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য যে কোটা প্রথা প্রচলিত রয়েছে তা একটি হাস্যকর এবং খুবই কষ্টকর বিষয়। অনেক মুক্তিযোদ্ধা এখন এই কোটা কথার কারণে নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতে লজ্জিতবোধ করেন। গত কয়েকদিন আগে প্রকাশিত রেল বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তির ইতি টেনে তিনি বলেন,নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে ২৫ জনপ্রাপ্তির মধ্যে ২২ জন এই কোটা থেকে নেওয়া হবে এবং বাকি সাধারণ শিক্ষার্থীদের জন্য মাত্র তিনটি সিট বরাদ্দ তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে চাকুরী পাবে কিভাবে?কোটা প্রথার সংস্কার চেয়ে তিনি আরো বলেন,কোটা যদি রাখতেই হয় তাহলে যারা অপেক্ষাকৃত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং প্রতিবন্ধী কোটা ছাড়াদেশের সকল প্রকারের কোটা বাতিল করা হোক তবে সেটি অবশ্যই সহনশীল পর্যায়ে থাকতে হবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য যে, ২০১৮ সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল চেয়ে শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে।এতে দেশের যোগাযোগ ব্যবস্হা প্রায় অচলাবস্থা হয়ে যায় এবং পর্যায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয় এবংপ্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সকল প্রকার কোটা পদ্ধতি দূর করা হয়। তবে গত ৫ জুন এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ২০১৮ সালের ৪ অক্টোবর জারিকৃত পরিপত্র অবৈধ বলে ঘোষণা দেই হাইকোর্ট। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে দেশের সাধারণ শিক্ষার্থীরা এবং তারা ৪ দফা দাবি নিয়ে গত ১ জুলাই আবারো আন্দোলনে নামে। শিক্ষার্থীদের উত্থাপিত দাবি সমূহ হলো :

১.২০১৮ সালের ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাবৃত্তিক পরিপত্র জারি রাখতে হবে।

২.২০১৮ পরিপত্র জারি রাখা সাপেক্ষে দ্রুতসময়ের মধ্যে সরকারি চাকরিতে অযুক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাদ দিতে হবে।সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

৩.সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে নাএবং কোটা যোগ্যপ্রার্থী পাওয়া না গেলেশূন্য পথ গুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

৪.দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতেকার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

ইএইচ/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

১০

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১২

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১৩

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১৪

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৫

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৭

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৮

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৯

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

২০