ডেস্ক রিপোর্ট:
চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঘণ্টাব্যাপী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে বাঁশ ফেলে ফাঁকা সড়কে ফুটবল খেলেন তারা।
রোববার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে এই কর্মসূচি পালন করেন। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
অবরোধ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, চাকরি, ভর্তি পরীক্ষাসহ সবখানে কোটার ছড়াছড়ি। ফলে মেধাবীদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম মেধাবীরা এসব ক্ষেত্রে সুবিধা নিচ্ছেন। এ বৈষম্য মানা যায় না। তবে এ আন্দোলন একেবারে কোটা বাতিলের দাবিতে নয়। তাদের দাবি, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।
আরএন/
মন্তব্য করুন