কুবি প্রতিনিধি :
সারা দেশে চলছে কোটাবিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের ব্যানারে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ও মহাসড়কে বাংলা ব্লকেড নামে কর্মসূচি চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানের পাশাপাশি লুডু , ক্রিকেট ও ফুটবল খেলে সময় পার করতে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অবরোধের সময় শিক্ষার্থীদের কিছু অংশ বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্রিকেট ,ফুটবল ও লুডু খেলে সময় কাটাচ্ছেন। কেউ বা স্লোগান, কবিতা আর গানে মেতে ওঠেছেন। আবার কয়েকজন রাজপথে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানাচ্ছেন।
এই বিষয়ে রসায়ন বিভাগের হোসাইন বলেন , ‘আমাদের ক্রিকেট খেলা উদ্দেশ্য থাকলে আমরা মাঠ রেখে রাজপথে খেলতাম না। এই আন্দোলনকে চলমান এবং কর্মসূচী পালন করার জন্য আমরা বিভিন্ন খেলায় অংশ নিচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। ‘
আইসিটি বিভাগের বিল্লাল হোসেন বলেন , ‘যেহেতু অবরতটা দীর্ঘ সময়ে হয় তাই আন্দোলনে মনোযোগ দিতেই আমরা বিভিন্ন খেলাধুলা করছি যেনো সবাই ঘাবড়ে না যায়। ‘
ম্যানেজমেন্ট বিভাগের বিনয় দেবনাথ বলেন, ‘এই আন্দোলনের প্রতিবাদ হিসেবে বিভিন্ন স্লোগানের পাশাপাশি আমরা বিনোদনের জন্য লুডু ক্রিকেট এবং ফুটবল খেলছি।
এই কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীর জন্য। সংবিধান বিরোধী এই বৈষম্য আমরা দূরীকরণ করার জন্য রাজপথে নেমেছি। আমরা চাই এই আন্দোলনের একটা মীমাংসা হোক। ‘
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পলাশ হাসান বলেন , ‘সাংস্কৃতিকভাবে আমরা আন্দোলনে আছি। আমি কবিতা আবৃত্তি করেছি , কবিতা হচ্ছে প্রতিবাদের ভাষা। বায়ান্ন , একাত্তরে কবিতা ছিলো প্রতিবাদের বাহক ,তাই আমরাও এই আন্দোলনে কবিতাকে আওতাভুক্ত করেছি।’
ইএইচ/
মন্তব্য করুন