চবি প্রতিনিধি:
দেশব্যাপী চলমান কোটা আন্দোলনের অংশ হিসেবে আজ চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে সড়কে যানচলাচল স্থবির হয়ে পড়েছে।
সোমবার (৮ই জুলাই) বিকেল চারটায় ষোলশহর এলাকায় অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল করে দুই নম্বর গেট মোড়ে বাংলা ব্লকেড করেন তারা। তারপর সেখান থেকে আবারো বিক্ষোভ মিছিল নিয়ে জিইসি মোড়, লালখান বাজার অতিক্রম করে চট্টগ্রাম-পতেঙ্গা মহাসড়কের টাইগারপাস মোড় অবরোধ করে বাংলা ব্লকেড করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশগ্রহণকারী ইতিহাস বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী রকিবুল ইসলাম মিল্টন জানান, সরকারি চাকুরীতে কোটা বৈষম্যের কারণে আমরা রাজপথ নেমেছি। অধিকার আদায়ের পূর্ব পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে এবং সামনে এটি আরো বৃহৎ হবে। সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিলেই আমরা রাজপথ ছাড়বো, এর আগে নয়।
এইচআরএম বিভাগের শিক্ষার্থী রুশনি আকতার জানান, আমাদের যৌক্তিক দাবি সরকারে অবশ্যই মানতে হবে। বাংলাদেশ সাম্য ন্যায়ের দেশ। এখানে কোন বৈষম্য চলবে না। আজ সারাদেশে এ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে গেছে। শিক্ষার্থীরা কখনো দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
ইএইচ/
মন্তব্য করুন