পাবিপ্রবি প্রতিনিধি:
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (৮ জুলাই) সন্ধা সাড়ে ৭ টার দিকে শহিদ মিনারের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন কোটা বিরোধী শ্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন,”দেশে ৫৬ শতাংশ কোটা কখনোই গ্রহণযোগ্য নয়। চাকরি ব্যবস্থায় কোনো বৈষম্য আমরা চাই না”।
তারা আরো বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের কোটা কোনো ক্রমেই গ্রহনযোগ্য নয়। কোটা থাকতে পারে শুধু প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য।
এসময় তারা তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু না হটার কথা বলেন।
ইএইচ/
মন্তব্য করুন