ডেস্ক রিপোর্ট:
চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে নীরব প্রতিবাদ জানিয়ে মৌন মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দশ মিনিট নীরবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বঙ্গবন্ধুর বাংলায়-বৈষম্যর ঠাঁই নাই’, ‘মেধাই হবে যোগ্যতা-ধ্বংস হবে কোটাপ্রথা’, ‘ঘরে ঘরে খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার কোন ব্রেইন নাই-তাই আমি কোটা চাই’, ‘যদি হয় কোটার জয়-মেধার হবে পরাজয়’, ‘কোয়ালিফাইড নট কোটাফাইড’- ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে কোটা সংস্কারের দাবি জানিয়ে বলেন, দেশের সর্বস্তরে কোটা সংস্কার বিষয়ক যেসব আন্দোলন হচ্ছে তা অত্যন্ত যৌক্তিক। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে একাত্মতা ও সংহতি প্রকাশ করছি এবং মহামান্য আদালতের প্রতি মেধার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে অতি দ্রুত রায় প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আরএন/
মন্তব্য করুন