পাবিপ্রবি প্রতিনিধি:
সাজ্জাদুল ইসলাম,পাবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় চার ঘণ্টা ধরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-পাবনা মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারের দীর্ঘ যানজট তৈরি হয়।
আজ বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা-পাবনা মহাসড়কে এসে শেষ হয়।
এরপর সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কের মধ্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। রাস্তা ফাঁকা পেয়ে এ সময় শিক্ষার্থীদের একাংশকে ক্রিকেট এবং ফুটবল খেলতে দেখা গিয়েছে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়, এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
সকালে ঢাকাগামী যাত্রী কাশেম আলী বলেন, ‘ঢাকা যাব, দীর্ঘক্ষণ ধরে এখানে যানজটে আটকে আছি। শিক্ষার্থীদের আন্দোলনে আমাদেরও সমর্থন আছে। কিন্তু আমরা কষ্টে আছি। তাই সরকারের উচিত দ্রুত এই সমস্যা সমাধান করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়া।
’
আরেক যাত্রী সেলিনা খাতুন বলেন, ‘এখানে প্রায় দেড় ঘণ্টা ধরে এখানে অবস্থান করছি। গাড়ি-ঘোড়া কিছুই সামনের দিকে আগাচ্ছে না, জরুরি কাজ থাকা স্বত্বেও যেতে পারছি না।’
পাবিপ্রবি কোটা আন্দোলনের সমন্বয়কারীদের একজন তৌহিদ রহমান বলেন, ‘আমাদের এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এখানে আন্দোলন করছি। আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে তা ঠিক কিন্তু আমাদের অন্য উপায় ছিল না।’
এএকে /
মন্তব্য করুন