ববি প্রতিনিধি:
বৈষম্যমূলক কোটা ব্যবস্থা নিরসনের জন্য সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণ-পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় অভিমূখে যাত্রা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশালের নগরীর বেলস পার্ক থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্য গণপদযাত্রা বের করেন শিক্ষার্থীরা। এরপর বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। এ সময়, জেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনের ববির সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, আমরা চাই পড়ার টেবিলে ফিরে যেতে। এই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাস্তায় থাকতে আমরা আগ্রহী নয়। রাষ্ট্রপক্ষ যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা বিজয় মিছিলের মাধ্যমে ঘরে ফিরে যাবো। অন্যথায়, আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যাবো।
উল্লেখ্য, আজ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদী সন্ধা এবং মশাল মিছিল কর্মসূচি রয়েছে।
ইএইচ/
মন্তব্য করুন