শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) টাঙ্গাইল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেরাজ ইসলাম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’তে সংগঠনের ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহিদুর রহমান।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. সালমান খান, রংগন মাংসাং, পলাশ চন্দ্র দে ও মো. সাকিল, সহ-সাধারণ সম্পাদক আল আমিন, দীনবন্ধু, কোষাধ্যক্ষ সানজিদা ইসলাম, সহ-কোষাধ্যক্ষ নুর আলম, সাংগঠনিক সম্পাদক হাসিন আবরার, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল মোর্শেদ প্রিয়ম, প্রচার সম্পাদক সুহেল রানা, সহ-প্রচার সম্পাদক কাওসার আহমেদ হৃদয়, দপ্তর সম্পাদক মো. সাকিব, সহ-দপ্তর সম্পাদক আসিফ আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. আবু সাদাত সুয়াস, সহ-ক্রীড়া সম্পাদক মাহাদি হাসান, সাংস্কৃতিক সম্পাদক পূর্নিমা মীম ও সহ-সাংস্কৃতিক সম্পাদক রিত্তিক পাল।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো.সাজ্জাদ হোসেন খান, দীপ্ত সুত্রধর, রোমানা আহসান মিলি ও নাফিউল নুর নাফি।
এসআই/
মন্তব্য করুন