চবি প্রতিনিধি:
কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরী অধিবেশনের আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে গণ-পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) সকাল এগারোটায় ষোলশহর স্টেশন থেকে গণ-পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পদযাত্রাটি নগরীর দুই নং গেইট, জিইসি, ওয়াসা, কাজীর দেউরি, লাভ লেইন হয়ে দুপুর একটায় জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে এসে পদযাত্রাটি শেষ করেন। এরপর আন্দোলনকারীদের প্রতিনিধি দল অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ পদযাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,অধিভুক্ত কলেজ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আন্দোলনের সমন্বয়ক চবির দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ‘ কোটাবৈষম্য নিরসন ও সংসদে জরুরী অধিবেশনের আহ্বান করে আইন পাসের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে আমরা রাষ্ট্রপতির কাছে দাবি জানাতে চাই। সেই সাথে আমাদের যে ভাইদের ওপর অজ্ঞাত মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আজকের পদযাত্রা করছি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলফাজ আহমেদ বলেন, ‘ আজকার পদযাত্রা এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতির আমাদের দাবি জানাতে চাই। দাবি মানা হলে আমরা আন্দোলন স্থগিত করব। আর না হয় আমাদের আন্দোলন চালিয়ে যাব। ‘
স্মারকলিপি গ্রহণ শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক বলেন, ছাত্ররা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য আমাদের কাছে জমা দিয়েছে। আমরা রাষ্ট্রপতির কাছে এই স্মারকলিপি পৌছে দিব।’
স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবি হচ্ছে – সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশে) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।
এএকে /
মন্তব্য করুন