ববি প্রতিনিধি:
বৈষম্যমূলক কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা ও মশাল মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা শেষে মশাল মিছিল কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে ভিসি গেইটে এসে মশাল মিছিল শেষ করেন।
প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীরা প্রতিবাদী গান, কবিতা ও নাটক পরিবেশন করেন।
মশাল মিছিলে শিক্ষার্থীরা- দালালি না রাজপথ; রাজপথ, রাজপথ। আপোষ না সংগ্রাম; সংগ্রাম, সংগ্রাম। কোটা না মেধা; মেধা, মেধা। চেয়েছিলাম অধিকার; হয়ে গেলাম রাজাকার সহ ইত্যাদি শ্লোগান দেন।
ইএইচ/
মন্তব্য করুন