ববি প্রতিনিধি:
সরকারি চাকুরিতে অযৌক্তিক কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। প্রায় একঘন্টা যাবত এ বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি আবাসিক হল থেকে প্রথমে এ বিক্ষোভ মিছিল বের হয় । এসময় ছাত্রী হলগুলোতে বিক্ষোভ করতে দেখা গেছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সামনে থেকে মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে । উপাচার্য ভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করতে দেখা যায় তাদের। পরে বরিশাল – কুয়াকাটা মহাসড়কে মিছিল নিয়ে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরেও বিক্ষোভ মিছিল করেন তারা। প্রায় একঘন্টা যাবৎ বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমাদের অধিকার চাইলাম আর আমাদের রাজাকার বানিয়ে দেওয়া হল। বাংলাদেশে কি ৯৯%মানুষ রাজাকার। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমাদেরকে ও আমাদের আন্দোলনকে অবমাননা করা হয়েছে।
এসময় শিক্ষার্থীরা তুমি কে, আমি কে রাজাকার, রাজাকার, অলিতে গলিতে রাজাকার রাজাকার। কোটা না মেধা, মেধা মেধা। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। রাজপথে পুলিশ কেনো, জবাব চাই জবাব চাইসহ নানা স্লোগান দেন।
আন্দোলনকারী একজন শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের সন্তানদের ছাড়া সবাইকে রাজাকার বলা হয়েছে। আমি কেমনে রাজাকার হই। তাই আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়াও বৈষম্যমূলক কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন আন্দোলকারীরা।
ইএইচ/
মন্তব্য করুন