মাভাবিপ্রবি প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষকরা।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়’৭১ এর সামনে অবস্থান নিয়ে নিরব প্রতিবাদ জানান তারা।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেড’, বিক্ষোভ মিছিল, অবস্থান, সমাবেশসহ আন্দোলনকারীদের নানান কর্মসূচি চলছে একের পর এক। এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৫ জুলাই ছাত্রলীগের বাঁধার মুখে পড়লে সংঘাতের সৃষ্টি হয়। ঢাকাসহ বিভিন্ন শহরে শত শত শিক্ষার্থী আহত হয় এদিন।
এই হামলার প্রতিবাদে পরদিন দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। তবে এই বিক্ষোভে আবারও মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে এই হামলা পাল্টা হামলা আরও রক্তক্ষয়ী আকার ধারণ করে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে এদিন ৬ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অগণিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নিহতদের মধ্যে রংপুরের একজন, চট্টগ্রামের তিন জন ও ঢাকার দুজন রয়েছেন।
এসআই/
মন্তব্য করুন