কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষক।বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান করেন তাঁরা।
অবস্থান নেওয়া তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জি এইচ হাবীব এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী। ‘ছাত্র নির্যাতনের প্রতিবাদে আমরা’ লেখাসংবলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তাঁরা।
অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ছাত্রদের দাবিদাওয়া খুব সহজেই সমাধান করা যেত; কিন্তু সেটা হয়নি। ছাত্রদের রক্তে ক্যাম্পাস রঞ্জিত হয়েছে। ছাত্রদের গুলি করা হয়েছে। মঙ্গলবার যেটা হয়েছে, সেটা দুর্ঘটনাজনিত মৃত্যু নয়, হয়েছে সেটা হত্যাকাণ্ড।
জি এইচ হাবীব বলেন, এ আন্দোলন এত বড় হওয়ার কথা ছিল না। শুরুতেই সরকার আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারত; কিন্তু সেটা হয়নি। এর ফলে এতগুলো প্রাণ ঝরল।
অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ছাত্রদের দাবিদাওয়া খুব সহজেই সমাধান করা যেত; কিন্তু সেটা হয়নি। ছাত্রদের রক্তে ক্যাম্পাস রঞ্জিত হয়েছে। ছাত্রদের গুলি করা হয়েছে। মঙ্গলবার যেটা হয়েছে, সেটা দুর্ঘটনাজনিত মৃত্যু নয়, হয়েছে সেটা হত্যাকাণ্ড।
ইএইচ/
মন্তব্য করুন