এডুকেশন টাইমস ডেস্ক: কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন নারী শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের আটক করে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মি হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা আটকের এই ঘটনাকে ধিক্কার জানাই। শিক্ষার্থীদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। ছাত্রদের এইভাবে আটক করার ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত। আমি বিশ্ববিদ্যালয়ে কাজে এসেছিলাম এসে এই ঘটনা দেখলাম। আনুমানিক ১০ থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী রয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
আটকৃতদের মধ্যে একজন মো. সাঈদ। পুলিশের প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার দিয়ে তিনি বলেন, আমি বাজার করে বাসায় যাচ্ছিলাম আমাকে রিকশা থেকে নামিয়ে পুলিশ নিয়ে আসলো। আমি এখনো বুঝতেছি না কেন আমাকে এখানে নিয়ে আসা হল। আমার বাসা এখানে বসুন্ধরা ডি ব্লকে।
এসআই/
মন্তব্য করুন