শাবিপ্রবি প্রতিনিধি:
বৈষম্য বিরুধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস ‘ পালনের লক্ষ্যে সিলেটের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হলে পুলিশ বাধা দেয়।
মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১১টায় শাবিপ্রবির প্রধান ফটকে শিক্ষার্থীরা একত্রিত হলে তাদের সড়িয়ে দেয় পুলিশ। এরপর সাড়ে ১১টায় আবার পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রধান ফটকে এসে নানান স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থী ফয়সাল বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ন কর্মসুচি বাঞ্চাল করতে চেয়েছে। কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলে আমাদের পুর্বনির্ধারিত জায়গায় কর্মসুচি পালন করছি।
তিনি জানান, দুপুর ১২টায় আমাদের মার্চ ফর জাস্টিস কর্মসুচি শুরু হয়েছে।
আরএন/
মন্তব্য করুন