শাবিপ্রবি প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের শান্তিপূর্ণ কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ এর পিছন থেকে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১টার দিকে সিলেটের সুবিধবাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে মিছিলটি ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে যাত্রা শুরু করে। মিছিলটি সুবিধবাজার এলাকায় গেলে শাবিপ্রবিতে অবস্থানরত পুলিশের টহল পিছন থেকে গিয়ে মিছিল থামানোর চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা সেই বাঁধা উপেক্ষা করে সামনের দিকে ধাবিত হয়। এরপর পুলিশ পিছন থেকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিত, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। এতে মিছিলটির নগরীরর মিরের ময়দান, রিকাবীবাজার, সাগরদীঘিরপরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে বেলা ১১টার দিকে শাবিপ্রবির প্রধান ফটকের সামনের শিক্ষার্থীরা জমায়েত হলে সেখানেও পুলিশ বাঁধা দেয়। শিক্ষার্থীদের প্রধান ফটকথেকে সড়িয়ে রাস্তার পাশে নিয়ে নামান। তবে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ ভাবে শাবিপ্রবির প্রধান ফটকে এসে স্লোগান ও মার্চ ফর জাস্টিসের দিকনির্দেশনা দেন।
পুলিশের হামলার বিষয়ে জানতে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেন জানান, আমাদের উপর নির্বিচারে পুলিশ পিছন থেকে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ৩০জন আহত হয়েছেন।
ইএইচ/
মন্তব্য করুন