মাভাবিপ্রবি প্রতিনিধি:
সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালিত হয়েছে। কোনো অফিশিয়াল সমন্বয়ক ছাড়াই তারা কর্মসূচি পালন করেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন শিক্ষার্থী ৩০ জুলাই (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন যে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পোস্টের কমেন্ট বক্সে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। পরবর্তীতে তিনি গ্রুপগুলো থেকে পোস্ট সরিয়ে নেন।
দেশের কয়েকটি জাতীয় গণমাধ্যম এই বিবৃতির ভিত্তিতে মাভাবিপ্রবিতে আন্দোলন প্রত্যাহার হয়েছে বলে খবর প্রকাশ করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এই বিবৃতির বিরোধিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবির তীব্র বিরোধিতা করেছেন। তারা দাবি করেছেন, এই বিবৃতি সকল শিক্ষার্থীর মতামত প্রতিনিধিত্ব করে না এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিশেষ করে, “সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষে” এই শব্দটি ব্যবহারকে তারা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন।
ইএইচ/
মন্তব্য করুন