মাভাবিপ্রবি প্রতিনিধি:
৩১ জুলাই ২০২৪ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের অসদাচরণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।
সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার সাথে পুলিশের অসদাচরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সমিতি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহার সাথেও অসদাচরণের ঘটনা ঘটেছে বলে সমিতি জানিয়েছে। সোনম সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সমিতি দেশব্যাপী বিভিন্ন সময় নিরপরাধ শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে এবং এমন কর্মকান্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার দাবি জানিয়েছে। একই সাথে শিক্ষাঙ্গন, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছে।
এএকে /
মন্তব্য করুন