মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ফজলুল করিম সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবীর পক্ষে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি তার পোস্টে বলেছেন, “এখন কথা না বললে আর কবে? আর ঘুরিয়ে পেচিয়ে নয়। এবার আমাদের loud & clear হতে হবে। এটাই তরুনরা আমাদের শিখিয়েছে।”
ড. করিম আরও দাবি করেছেন যে সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং ছাত্রদের উপর নির্যাতন বন্ধ করা উচিত। তিনি বলেছেন, “ঘরে ঘরে পুলিশ দিয়ে ছাত্র খোঁজা বন্ধ করতে হবে। কথায় কথায় গ্রেফতার বন্ধ করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। তরুনদের জন্য আগামী দিনগুলো নিরাপদ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেছেন যে এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, গণমানুষের। এই আন্দোলন স্বৈরাচারী মানসিকতা, অহমিকা এবং ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে। তিনি বলেছেন, “আমরা আর ঘুমাতে পারিনা হত্যার ভিডিওগুলো দেখলে। মর্মস্পর্শী, হৃদয় তোলপাড় করা হত্যা। কিভাবে আপনারা ঘুমান বলতে পারেন? আপনারা পারলেও আমরা আর পারবনা। এখনই বন্ধ করুন সব অত্যাচার।”
ড. ফজলুল করিমের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ইএইচ/
মন্তব্য করুন