নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে নোবিপ্রবিসহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই ( শুক্রবার) দুপুর আড়াইটায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে নোবিপ্রবিসহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এ গণমিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গণমিছিলটি নোয়াখালী জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে নোয়াখালী জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচী পালন শুরু করে। এসময়ে স্থানীয় এলাকাবাসীরা আন্দোলনকারীদের সাথে একাত্মা পোষণ করে অবস্থান কর্মসূচীতে যোগ দেন।
এসময়ে কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তোলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং হত্যাকান্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন নোয়াখালী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ। এসময়ে তারা দাবি আদায় না হওয়ার পর্যন্ত নোয়াখালীতে লাগাতার কর্মসূচী পালনের হুশিয়ারী প্রদান করেন।
ইএইচ/
মন্তব্য করুন