এডুকেশন টাইমস
১৭ মার্চ ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কুবিতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বেলা একটার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পে সেবা প্রদান শুরু হয়। এবার মোট পাঁচটি বুথে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন রোগীদের।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বাচ্চার জন্য চিকিৎসা নিতে আসা মোছা. আকলিমা বেগম বলেন, ‘আমার মেয়ের কাশি কয়েকদিন ধরে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতো পারবো শুনে নিয়ে আসলাম। ডাক্তার খুব ভালোভাবে দেখেছেন এবং প্রেসক্রিপশনও দিয়েছেন।’

ক্যাম্পের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মিয়া বলেন, ‘আমাদের মতো শিক্ষার্থীদের পক্ষে শহরে গিয়ে অভিজ্ঞ ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা আজকে ক্যাম্পাসে বিনামূল্যে এই সেবা পাচ্ছি। এবং এখানে সেবার মানও ভালো।’

চিকিৎসা সেবা দিতে আসা মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, ‘মাননীয় উপাচার্যের আমন্ত্রণে আমরা এসেছিলাম। আমরা এখানে দিনব্যাপী রোগী দেখবো। আমরা মনে করেছিলাম রোগী হয়তো তেমন আসবে না। তবে এখানে এসে দেখি রোগীর সংখ্যা সন্তোষজনক।’

তিনি আরও বলেন, ‘পাঁচটি বুথে এখানে আমরা পাঁচজন চিকিৎসক চর্ম, যৌন, মেডিসিন, শিশু, ডায়াবেটিস বিষয়ক রোগের চিকিৎসা দিচ্ছি।’

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমরা গতবছর ১৭ মার্চ এই আয়োজন করেছিলাম এবারও করেছি। বঙ্গবন্ধু সারা জীবন শোষিত নিপিড়ীত মানুষের জন্য কাজ করেছেন। তার জন্মদিনে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার চেষ্টা করেছি। আজকে শিশু দিবসও আছে। সে জন্য শিশুদের কথা চিন্তা করে চিকিৎসকদের যে দল এসেছে তাদের মধ্যে আমরা শিশু চিকিৎসকও রেখেছি। আজকের পর যে এই সেবা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। আমাদের মেডিক্যাল সেন্টার সব সময় বহিরাগতদেরও সেবা দিবে।

এ ব্যাপারে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘আমাদের মাননীয় উপাচার্য মহোদয় গত বছরও এই সেবার আয়োজন করেছিলেন এবারও করেছেন। পুরো ভাবনাটা তারই। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দুস্থ মানুষদের সেবার জন্য আমাদের এই আয়োজন। আমরা এতে ভালো সাড়াও পেয়েছি। এখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আমরা এনেছি যারা নিরলসভাবে সেবা দিবেন।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১০

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১১

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১২

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৪

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৫

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১৬

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১৭

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৮

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৯

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

২০