মাভাবিপ্রবি প্রতিনিধি: দেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িতে ও মন্দিরে ভাঙচুরের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলের মাওলানা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় সচেতনতা ও মনোবল বৃদ্ধিতে এগিয়ে আসেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা পালপাড়া থেকে পাতুলীপাড়া অনেকগুলো সনাতন ধর্মালম্বীদের বাড়ি ও মন্দির পরিদর্শন করে তাদের সচেতন থাকতে বলেন এবং কোনো প্রয়োজন ফোন করতে বলেন।
শিক্ষার্থীরা জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে কোনো ধরণের বৈষম্য চলবে না। আমরা একই দেশের নাগরিক এখানে সবার সমান অধিকার।
এসআই/
মন্তব্য করুন