শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমানের মাদক সেবনের ২টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়েছে।
রোবরাব (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জালাল উদ্দীন’ নামের এক ফেসবুক আইডি থেকে এই ভিডিও ভাইরাল হয়।
এদিকে দীর্ঘ এক দশকের ও বেশী সময় পর ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে শাবিতে আগামী ১৯ মার্চ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হতে যাাচ্ছে। গুঞ্জন উঠছে শীঘ্রই কমিটি পেতে যাচ্ছে নেতৃত্বশূন্য শাবি ছাত্রলীগ। এরই মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিও বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। তবে ছড়িয়ে পরা ভিডিওটি কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেয়া হয়।
সজিবুর রহমান সজিব শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদপ্রত্যাশী। তিনি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের অনুসারী।
ভাইরাল হওয়া দুইটির মধ্যে একটি ১৩ সেকেন্ড ও অপরটি এক মিনিট সাত সেকেন্ডের ভিডিও। ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সজীবুর রহমান হলের মেঝেতে বসে হাতে একটি সরু কাগজে নেশা জাতীয় দ্রব্য সেবনের জন্য প্রস্তুত করছেন।
অপর ভিডিও এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিও তে দেখা যায়, শাহ পরাণ হলের রুমের মধ্যে খাটের উপর বসে আছেন সজীবুর রহমান। তার সামনে কাঁচের গ্লাসে নীল পানীয় পরিবেশন করা হয়েছে।
এবিষয়ে সজীবুর রহমান বিষয়টি অস্বিকার করে বলেন, আমার আগের ছবি আর এখনের ছবি মিলিয়ে দেখেতে পারেন। এই ভিডিওটি আমার না।
এসআই/
মন্তব্য করুন