চবি প্রতিনিধি:
জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ১৯ আগস্ট। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে।
বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.শামীম উদ্দিন খান।
সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সীট বরাদ্দের আবেদন ১০-১৪ আগস্ট। আবাসিক হলে সীট বরাদ্দ ১৭ আগষ্ট, আবাসিক হল খোলা- ১৮ আগষ্ট এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ১৯ আগষ্ট।
এছাড়াও বলা হয়েছে, অনলাইনে আবেদন করা যাবে ১০০ টাকা ফি দিয়ে। যারা আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা লাগবে না।রেজাল্ট ও বাড়ির দূরত্ব বিবেচনায় আসন বরাদ্দ দেওয়া হবে।হলের ফার্নিচার ও ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্কার হবে।যাদের জিনিসপত্র হলে রয়েছে তারা সেগুলো নিতে পারবেন।
এ বিষয়ে চবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, আমরা আজ জরুরি সিন্ডিকেট সভা করেছি। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট তারিখে আবাসিক হলে আসন বরাদ্দ, হল খোলা এবং ক্লাস কার্যক্রম শুরু হবে।
ইএইচ/
মন্তব্য করুন