এডুকেশন টাইমস
৮ আগস্ট ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সচেষ্ট গবি শিক্ষার্থীরা

গবি প্রতিনিধি: দেশজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সম্মিলিত ভাবে কাজ করছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই গণ ভবন পরিষ্কার, জাতীয় সম্পদ রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ চাঁদাবাজি রুখতে অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন তারা।

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পতনের পরপরই শুরু হয় অস্থিতিশীল অবস্থা। উত্তেজিত জনতা গণ ভবন, সংসদ ভবন, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালান। ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধার করতেই পুনরায় মাঠে নেমেছে শিক্ষার্থীরা।

সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর একটি টিম গণ ভবন পরিষ্কারের কাজে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সাভারের নবীননগর এলাকার ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে দিনব্যাপী কাজ করেছেন অন্য একটি দল। শিক্ষার্থীরা দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই ট্রাফিক ব্যাবস্থাপনা নিয়ন্ত্রণে এসেছে। দায়িত্বশীল শিক্ষার্থীদের দুপুরে খাবার-পানি এবং ছাতা দিয়ে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অতিদ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় পয়সায় কেনা অস্ত্র চালানো এবং হত্যাকারীদের বিচারের দাবীতে দ্রুত ট্রাইবুনাল গঠন করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান এই শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মবিরতি ঘোষণার পর থেকেই একদল সুবিধাবাদী চক্র সক্রিয়ভাবে বিভিন্ন স্থানে চাঁদবাজি করছে। দূর্বৃত্তদের রুখে দিতে সমন্বয়কদের নির্দেশনা অনুযায়ী নবীনগর, পল্লীবিদ্যুৎ, আশুলিয়াসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা কার্যক্রম সহ জনসচেতনতা নিশ্চিতে মাঠে নেমেছে আরেকটি দল।

বিভিন্ন স্থানে দায়িত্বরত শিক্ষার্থীরা জানান, আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা কিছু অপ্রত্যাশিত কাজ করেছেন যা অনুচিত ছিলো। তবে এখন আমরা সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবো এবং দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো।

উল্লেখ্য, দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সংহতি জানিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে গবি শিক্ষার্থীরা।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০