গবি প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন সাভারের গণ বিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় পল্লিবিদ্যুৎ বাজারে এই কার্যক্রম পরিচালনা করেন তারা।
শিক্ষার্থীরা জানান, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির ফলে জনজীবনে নেমে এসেছিলো নাভিশ্বাস। বাজার সিন্ডিকেট এবং চাঁদাবাজ উৎখাত করে তবেই বাজার নিয়ন্ত্রণ সম্ভবত। দ্রব্যমূল্য যাতে হাতের নাগালে থাকে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক মো: হাবিবুল্লাহ্ বেলালী বলেন, রাষ্ট্র সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপে সফল হয়ে শিক্ষার্থীরা এখন বাকীসব প্রয়োজনীয় সংস্কার ও উদ্যোগে নিজেদের যেভাবে সম্পৃক্ত করেছে তা প্রশংসার দাবীদার এবং নিঃসন্দেহে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আশাব্যাঞ্জন।
এ বিষয়ে বাজারের ব্যবসায়ীরা জানান, আগে বাজারে চাঁদাবাজি হতো বিভিন্ন গ্রুপের সিন্ডিকেট এগুলো নিয়ন্ত্রণ করতো। শিক্ষার্থী সহ সাধারণ জনগণের আন্তরিক প্রচেষ্টায় জনজীবনে স্বস্তি ফিরে আসবে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসএস/
মন্তব্য করুন