এডুকেশন টাইমস
২ নভেম্বর ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ

ইবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সপ্তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় মীর মোশাররফ হোসেন ভবনের বিভাগের কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদুল আনাম। আরো উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী সাহিদা আখতার, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান। এছাড়াও অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অন্যান্য বর্ষের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন কিভাবে অতিবাহিত করলে জীবনে সফলতা অর্জন করা যাবে সেইসব দিকনির্দেশনা দেন। এই বিভাগে পড়ার ভবিষ্যৎ সম্ভবনা, এই বিষয়ে পড়ে কোন কোন ফিল্ডে ক্যারিয়ার গড়া যায়, কি কি চাকরীর সুযোগ রয়েছে এই সব বিষয়ে শিক্ষার্থীদের ধারনা দেন। তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে চিন্তা-ভাবনার সুযোগ দেয়, যা একজন শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করে। একইসঙ্গে, এখানে এমন সব প্রভাব ও প্রলোভনও থাকে যা একজন শিক্ষার্থীকে জীবনের ভুল পথে পরিচালিত করতে পারে। তোমরা প্রতিটি পা সাবধানে ফেলবে। ভর্তি পরীক্ষার দীর্ঘ যাত্রার পর বিশ্ববিদ্যালয় জীবনের পর্দাপণ করেছো। তোমাদের কাছে পরিবারের অনেক প্রত্যাশা। তোমরা সেই প্রত্যাশা পূরণ করবে।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘আমাদের বিভাগে বিভিন্ন সীমাবদ্ধতা আছে। কিন্তু তার মাঝেও কোনো সেশন জট নেই। এই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। তোমরা বিশ্বিবদ্যালয়ে নতুন এসেছো। আমি বিশ্বাস করি তোমরা সবাই সৎ, যোগ্য ও পরিশ্রমী। কর্মজীবনে তোমরাও তোমাদের দক্ষতার পরিচয় দিবে। এখানে আসার পথটা সবার একরকম ছিলোনা। হয়তো ভবিষ্যতেও সবার পথচলা মসৃণ হবেনা। কিন্তু তার মাঝেও এগিয়ে যেতে হবে। কখনো হেরে যাওয়া যাবে না। আমরা সবাই মিলে এই পরিবারকে সামনে এগিয়ে নিবো। তোমরা যেকোনো সমস্যায় বিভাগের শিক্ষকদের জানাবে। আমরা সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন, ‘আইন বিভাগের শিক্ষার্থীরা প্রায় প্রতিটি পেশায় যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আইন প্রয়োজন। তোমরা আইন শিখবে এবং আইন মেনে চলবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল পরিচয় আছে। তারার বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে আছেন। তোমরাও পড়াশোনা শেষে সফলতা অর্জন করবে। সকলের জন্য আমার দরজা সবসময় খোলা। আমি চাই তোমরা সবজায়গায় নেতৃত্বের আসনে যাবে।’

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে ক্লাস শুরু হয়েছে। এদিন বিভিন্ন বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।

এবি/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১০

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১১

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১২

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৩

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৫

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৬

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৭

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৮

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৯

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

২০