এডুকেশন টাইমস ডেস্ক: কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দিলে এইচএসসি পরীক্ষা না বসার ঘোষণা দিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
রাজধানীর কলেজগুলোর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (ঢাকা), ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেঁজগাও, টঙ্গী সরকারি কলেজ, যাত্রাবাড়ির ডিএমআরসি কলেজসহ রাজধানীর আরো অনেক কলেজ।
এছাড়া ঢাকার বাইরে রয়েছে চট্টগ্রাম কলেজ, খুলনা পাবলিক কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ (রংপুর), ফেনী সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাদপুর, ভোলা সরকারি কলেজসহ আরও বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা।
বিবৃতিগুলোতে জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
এসআই/
মন্তব্য করুন