এডুকেশন টাইমস ডেস্ক:
তুরস্কে স্থানীয় নির্বাচনের বড় দুই শহর ইস্তানবুল ও আঙ্কারায় হেরেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দল একে পার্টি।
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত এক বছরে গুরুত্বপূর্ণ এই শহর দুটোর নিয়ন্ত্রণ ফিরে পেতে জোর প্রচেষ্টা চালিয়েছেন তিনি। ইস্তানবুলে নির্বাচনী প্রচারণা তিনি নিজেই চালিয়েছেন। তারপরও বর্তমান মেয়র ও সেক্যুলার রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী একরাম ইমামোগলুর কাছে হেরে গেছেন এ কে পার্টির প্রার্থী মুরাত কুরুম।
শুধু ইস্তানবুল নয় সিএইচপি জয়ের পথে রয়েছে ইজমির, বুসরা, আদানা ও আনাতোলিয়ার মতো বড় শহরগুলোতেও। অন্যদিকে রাজধানী আঙ্কারায় জিতেছেন, রিপাবলিকান পিপলস পার্টির মনসুর ইয়াভাস।
নির্বাচনের ফলাফলের পর এরদোগান তার সমর্থকদের উদ্দেশে বলেছে, প্রত্যাশামতো ফলাফল না করলেও এটাই শেষ নয়। তিনি আরো জানান, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রয়েছে তার।
তুরস্কের নির্বাচনে ইস্তানবুলের ফলাফলের বিশেষ গুরুত্ব রয়েছে। ইস্তানবুল জয়কে তুরস্কের বিজয় বলে মনে করা হয়। ৭০ বছর বয়স্ক এরদোগান ইস্তানবুলেই জন্মগ্রহণ করেছেন ও বেড়ে উঠেছেন। ১৯৯৪ সালে অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ শহরটির মেয়র নির্বাচিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি।
এএআর/
মন্তব্য করুন