এডুকেশন টাইমস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইযয়েপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য লিবিয়া এবং নাগর্নো-কারাবাখের মতো ইসরায়েলেও তুর্কি সৈন্য প্রবেশ করাতে পারে। খবর রয়টার্স’র
গত রোববার (২৮ জুলাই) দেশটির রিজে শহরে ক্ষমতাসীন দল একে পার্টির এক বৈঠকে এরদোগান এসব কথা বলেন। তার এমন বক্তব্য দেশটির বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে।
তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির বৈঠকে এরদোগান বলেন, আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সাথে এমন হত্যাযজ্ঞের কাজ করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, তেমন করে ইসরায়েলেও প্রবেশ করতে পারি।
তিনি আরো বলেন, আমরা কেন এটি করতে পারি না এমন কোনো কারণ নেই। আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি।
এরদোগানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন এরদোগান।
কাটজ আরো বলেন, এরদোগানের মনে রাখা উচিত ইরাকে কী ঘটেছিল। তারও সাদ্দাম হোসেনের মতো পরিণত হবেন।
উল্লেখ্য, এরদোগান ২০২০ সালে লিবিয়ায় সামরিক হস্তক্ষেপে করছিলেন লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারকে সমর্থন করার জন্য। গত বছর তুরস্ক আজারবাইজানকে সমর্থন করার জন্য সামরিক সহযোগিতাসহ নাগোর্নো-কারাবাখে সামরিক অভিযান শুরু করেছিল। তুরস্ক অবশ্য আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।
এসআই/
মন্তব্য করুন