অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনে ৫ ক্যাটাগরির পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী রোববার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায়।
১. পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশল বা কম্পিউটারবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিংয়ের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
২. পদের নাম: জুনিয়র অফিসার–প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রকৌশলে (সিভিল) স্নাতক পাস বা সমমানের ডিগ্রি অথবা প্রকৌশলে (সিভিল) ডিপ্লোমা পাস। উপসহকারী প্রকৌশলী (সিভিল) বা সমমানের পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৩. পদের নাম: ডাটা এন্ট্রি সুপারভাইজার/ কন্ট্রোল সুপারভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হিসেবে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৪. পদের নাম: সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর/ সিনিয়র কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি ঘণ্টায় ১০ হাজার কি–ডিপ্রেশন মানের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর/ কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৬
যোগ্যতা: এইচএসসি পাস। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা [email protected] ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি:
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ৪৪৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
এসআই/
মন্তব্য করুন