নিউজ ডেস্ক:
একতার বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সমাবেশ পালন করেছে। বুধবার (১৪ আগস্ট) শাহবাগ মোড়ে এই সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’-স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ মোড়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সমাবেশে নিজের বক্তব্যে ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে এই স্লোগান দেন। সেই থেকে মুহুর্মুহু স্লোগান চলতে থাকে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’।
দুপুর ২টা থেকে শুরু হওয়া সমাবেশের মঞ্চে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বক্তারা বলেন, হিন্দুদের আন্দোলনকে ব্যবহার করে আওয়ামী লীগ চক্রান্তের চেষ্টা করছিল, যা সনাতন ধর্মাবলম্বীরা সচেতনভাবে রুখে দিয়েছে বলে দাবি করে এ দেশে সব ধর্মের সবাই একসাথে বসবাস করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। হিন্দুদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় সম্প্রীতির বাংলাদেশের মঞ্চ থেকে।
পরে সমাবেশ থেকে সকলে ধর্মের মেলবন্ধন নিয়ে সাম্য এবং মানবিক মর্যাদা পূর্ণ দেশ গড়ার শপথ নেন আগত সকল ধর্ম, পেশা ও শ্রেণির মানুষ। শপথ পাঠ করান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্লাবন তারিক।
/ইএইচ
মন্তব্য করুন