নির্ধারিত সময়ে ফল প্রকাশ করতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সরকার পতনের ধাক্কায় ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে, কিছুটা পেছালেও সেপ্টেম্বর মাসেই ফল প্রকাশ করতে চাচ্ছেন তারা।
সোমবার (১৯ আগস্ট) সঙ্গে এ তথ্য জানান এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজম।
শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। গত ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা ছিল। গত ১৪ আগস্ট থেকে এ পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসিএ। খাতা দেখতে ৩০ দিন সময় দেয়া হয়েছে। সে হিসেবে ১৩ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষকদের খাতা এনটিআরসিএতে ফেরত পাঠাতে হবে।
জানা যায়, আজও কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যাচ্ছেন। অনেকে খাতা এখনও নিয়ে যাননি। বেশ কয়েকবস্তা খাতা এনটিআরসিএ কার্যালয়ে এদিন দুপুর পর্যন্ত ছিল।
এবিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের অস্থিতিশীল অবস্থায় খাতা সঠিক সময়ে পাঠানো যায়নি। এখন আমাদের খাতা ফেরত পাওয়ার কথা ছিল। তবে এখন আমরা মাত্র খাতা পাঠাচ্ছি। খাতা দেখার কার্যক্রম শেষ হলে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
/ইএইচ
মন্তব্য করুন