এডুকেশন টাইমস ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন পাঁচজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সদস্য হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা হলেন ডা. মো. জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৯৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
এর আগে পিএসসির চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ সদস্য সম্প্রতি পদত্যাগপত্র জমা দেন। এরপরই পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিল সরকার।
এসআই/
মন্তব্য করুন