এডুকেশন টাইমস
১৮ নভেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ ভেরিফিকেশনে ‘রাজনৈতিক পরিচয়’ তুলে দেওয়ার সুপারিশ

এডুকেশন টাইমস ডেস্ক: পুলিশ ভেরিফিকেশনে ‘রাজনৈতিক পরিচয়’ তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। এছাড়া ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে হাইকোর্টের নির্দেশনা মানতে হবে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কমিশন প্রধান বলেন, কার্যবিধির ১৬৭ ধারায় যেখানে পুলিশ রিমান্ডে নেয়, সেটির ক্ষেত্রেও হাইকোর্টের নির্দেশনা মানতে হবে৷ ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে তার পরিবারকে ফোনে জানাতে হবে৷

বেশকিছু বিষয়ে তারা একমত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন দুটি কড়া আইন রয়েছে৷ ৫৪ ধারা অনুযায়ী পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে৷ আরেকটি ১৬৭ ধারায় যেখানে পুলিশ রিমান্ডে নেয়৷ এ দুটি ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক নই৷ এমনকি  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মালিক না৷ এটা সিআরপিসি৷ আইন মন্ত্রণালয়ের আইন৷ এসব বিষয়ের কারণে আমরা আইন মন্ত্রণালয় থেকেও একজন যুগ্ম সচিবকে এই সংস্থার কমিশনে অন্তর্ভুক্ত করেছি৷

তিনি আরও বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি দীর্ঘদিন হল এসব বিষয় নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম মামলা চলছে৷ ব্লাস্ট নামে একটি সংগঠনের পক্ষ থেকে ড. কামাল হোসেন সাহেব এ বিষয়ে একটি রিট করেছিলেন৷ ওই রিটে হাইকোর্ট বলেছিল- এই আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে৷ অনেকগুলো গাইডলাইন দিয়ে দেয়৷ পরবর্তীতে এই বিষয় নিয়ে সরকার অ্যাপিলেট ডিভিশনে যায় সেখানেও অ্যাপিলেট ডিভিশন থেকে বলা হয়- এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনার আগেই দেওয়া আছে৷ অর্থাৎ আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ ও সরকারের অন্যান্য সংস্থাগুলোকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷ এর মধ্যে অন্যতম হচ্ছে কাউকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই তার পরিবারের লোকজনকে সেটা জানাতে হবে৷ এটা হাইকোর্টের একটি রায়৷ আপনারা জানেন হাইকোর্টের রায় আইনের একটি অংশ৷

পুলিশের দুর্নীতি নিয়ে সফর রাজ হোসেন বলেন, দুর্নীতি হচ্ছে আমাদের এক নম্বর শত্রু৷ কোনো বিভাগের দুর্নীতি কমে গেলে সেখানে কর্মদক্ষতা বাড়ে৷ আইনের প্রতি মানুষের আনুগত্য বাড়ে৷ আমাদের দেশের বড় সমস্যাই দুর্নীতি৷ এছাড়া আমরা পুলিশের বেতন কাঠামো নিয়ে আলোচনা করেছি৷ আগামীকাল এটা নিয়ে আরও আলোচনা হবে৷

তিনি বলেন, পুলিশসহ সরকারের সকল বিভাগকে রাজনীতিমুক্ত রাখার চেষ্টা করতে হবে৷ নিকট অতীতে গত ১৫ বছরে আমরা দেখেছি- পুলিশসহ অন্যান্য বিভাগগুলোর সদস্যরা রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিলেন৷ অনেকে দুর্নীতি করেছে এবং পদোন্নতি নেওয়ার চেষ্টা করেছে৷ এটি বন্ধে সুপারিশের কাজ চলছে৷ এছাড়া সাদা পোশাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনও সুপারিশ করা হয়নি তবে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হবে বলেও জানান কমিশন প্রধান৷

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০