পদ্মা সেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা-বেনাপোল সেকশনে ট্রেন সেবা আগামী ২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। ওইদিন সকাল ৬টায় খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে।
পদ্মা রেল লিঙ্কের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আমরা আশাবাদী।
এক্ষেত্রে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ’
প্রকল্প পরিচালক জানান, ঢাকা থেকে বেনাপোল মোট যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে।- বাসস
আরএন/
মন্তব্য করুন