এডুকেশন টাইমস
২৬ নভেম্বর ২০২৪, ৯:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধ

নিউজ ডেস্ক:

বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং হাসপাতালগুলোর চিকিৎসাসেবা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি নতুন নির্দেশনা জারি করেছে।

১৮ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এই নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়, সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষকে আহতদের সেবা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে এবং তাদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলোর যদি কোনো আহত ব্যক্তি চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে সক্ষম না হন, তবে সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করা হবে। এই খরচ পরিশোধের জন্য উপযুক্ত বিল ও ভাউচার স্বাস্থ্য অধিদফতরে দাখিল করতে হবে, যা যাচাই করে পরিশোধ করা হবে।

এছাড়া, হাসপাতালের ভিতরে প্রবেশকারী দর্শনার্থীদের জন্য ভিজিটর কার্ড চালু করারও নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ড ছাড়া কোনো দর্শনার্থী হাসপাতালের অভ্যন্তরে অথবা রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না। হাসপাতাল কর্তৃপক্ষকে এই নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে যে, হাসপাতালের ভিতরে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি বা ডিলার প্রবেশ করতে পারবে না। চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অন্যান্য সবাইকে রোগী দেখার সময়সূচি এবং পরীক্ষার সময়সূচি সঠিকভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া, হাসপাতালগুলোতে সুশৃঙ্খল চিকিৎসাসেবা নিশ্চিত করতে রিসিপশন ডেস্ক স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

রোগীদের অভ্যর্থনা কক্ষে তাদের রোগের ধরন অনুযায়ী বাছাই করে সঠিক চিকিৎসকের কাছে পাঠানো হবে। হাসপাতালের সেবা সংক্রান্ত কাজের আরও দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল পদ্ধতির ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, নির্দেশনায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি স্বাস্থ্য সেবা প্রদানকারী হিসেবে নিবন্ধিত বা সার্টিফায়েড না হন, তাহলে তাকে হাসপাতালে কোনো অবস্থাতেই দায়িত্ব পালন করতে দেওয়া যাবে না। এই বিষয়টিও নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনা মেনে চললে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি পাবে এবং হাসপাতাল সেবার পরিবেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা যাচ্ছে।

 

/ইএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআইইউতে প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

মেডিকেল ভর্তির নীতিমালা প্রকাশ, সেকেন্ড টাইমে কাটা যাবে ৩ ও ৬ নম্বর

ঢাবি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় শুধু সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা নয়

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৫’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভারত যাচ্ছে রুয়েটের ‘টিম অগ্রদূত’

পিঠাপুলি ও নাচে-গানে কুবিতে হেমন্ত উৎসব

বিদেশি শিক্ষার্থীদের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

আওয়ামী দুঃশাসনে হওয়া এমপি-মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি ১৯ ছাত্র সংগঠনের

টাকা-সার্টিফিকেট-ল্যাপটপ সব লুট হয়ে গেছে : মোল্লা কলেজের অধ্যক্ষ

পুলিশের দুর্বলতা ছিল বলেই মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ

১০

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধ

১১

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪৫ জনকে অন্তর্ভুক্ত

১২

অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে সিটিটিসি

১৩

ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি

১৪

নিয়োগ দিচ্ছে নিটোল মটরস, কর্মস্থল ঢাকা

১৫

বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

১৬

সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

১৭

জবি ছাত্রদলের মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন 

১৮

নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক কর্মশালা অনুষ্ঠিত 

১৯

সহিংসতা প্রতিরোধের চেষ্টা করে প্রশংসায় ভাসছেন কবি নজরুলের তিন ছাত্রনেতা

২০