এডুকেশন টাইমস ডেস্ক:
সংকটে পড়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত প্রায় ১০ হাজার মানুষ। গত কয়েকদিনে বাংলাদেশের ভেতরে কয়েকটি নৌযানে গুলির ঘটনায় এই সংকট তৈরি হয়। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে চলাচলকারী নৌকা লক্ষ্য করে গুলি করা হয়েছে।
পরিস্থিতি এমন পর্যায়ে যে, সেন্ট মার্টিনের বেশিরভাগ দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুত ফুরিয়ে আসছে। নিরাপত্তার অভাবে সেখানে মালামাল পৌঁছানো যাচ্ছে না।
মিয়ানমারের দিক থেকে গুলির আতঙ্কে টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী অনেকই আটকা পড়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে বিকল্প পথে চারটি বোটে করে সেন্ট মার্টিনে আটকা পড়া কিছু মানুষকে বুধবার টেকনাফ আনা হয়েছে।
মঙ্গলবার রাতের পর বুধবার দিনেও প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছে টেকনাফ ও সেন্ট মার্টিনের মানুষ।
স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের ধারণা মিয়ানমার সীমান্তে দেশটির সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের কারণে এ গোলাগুলি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীর মিয়ানমার অংশে নৌযানের অবস্থান দেখা যাচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, নাফ নদী এড়িয়ে সাগরপথে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে শুক্রবার লোকজন ও পণ্য আনা নেয়ার জন্য টাগবোটের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আজ নিজস্ব উদ্যোগে কিছু মানুষ সেন্ট মার্টিন থেকে টেকনাফে এসেছে। কাল টাগবোট দিয়ে আনা নেয়ার ব্যবস্থা করছি আমরা। নাফ নদী টাচ করবো না। তাই আশা করি এ বিষয়ে কোন ঝুঁকি থাকবে না।
প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত।এই দ্বীপটি বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোতে একটি ইউনিয়ন এবং সেখানে এখন প্রায় দশ হাজার মানুষ বসবাস করে। এছাড়া বিপুল সংখ্যক পর্যটক প্রতি বছর এই দ্বীপ ভ্রমণে যায়।
সূত্র: বিবিসি বাংলা
ইএইচ/
মন্তব্য করুন