এডুকেশন টাইমস ডেস্ক: এবার একযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ শনিবার (৬ জুলাই) টানা পঞ্চম দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
এই আন্দোলন থেকে মাঠপর্যায়ের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল রবিবার ক্যাম্পাসে ক্যাম্পাসে সর্বাত্মক ব্লকেড (অবরোধ) পালন করা হবে। এ কর্মসূচির ফলে সব ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা। এছাড়া ট্রেন অবরোধেরও ঘোষণা দেয়া হয়েছে।
বেলা সাড়ে ৪টার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিম।
এসময় তিনি বলেন, আগামীকাল বিকেল তিনটা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হলো৷ শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন৷ ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন৷
এসআই/
মন্তব্য করুন