এডুকেশন টাইমস ডেস্ক: কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক দাবি করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বছেলেন, ‘আমরা শুনেছি, তাঁরা (কোটা আন্দোলনকারী) উচ্চ আদালতের যে মামলা চলছে, তাঁদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছেন এবং আদালতে যথাসময়ে হাজির হবেন। এটা যৌক্তিক সিদ্ধান্ত। এ জন্য ধন্যবাদ জানাই।’
আজ মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যতটুকু জানি, কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করছেন, আজকে তাঁদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সে জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’
আন্দোলনকারীরা কোটা সংস্কার চান বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যখন তাঁদের প্রতিনিধি আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবেন, তাঁদের কথা কোর্ট শুনবেন, সরকারপক্ষের কথাও শুনবেন। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন, এটাই আমরা আশা করি। ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য সবাইকে অনুরোধ করব।’
এসআই/
মন্তব্য করুন