এডুকেশন টাইমস ডেস্ক: সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ বিষয়টি আগামীকাল বুধবার (১৭ জুলাই) সকালে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় এ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’ নামে এ কর্মসূচিতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’র শিক্ষকরা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। তাতে শিক্ষকরা চলমান আন্দোলন এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে পারেন।
এসআই/
মন্তব্য করুন