এডুকেশন টাইমস ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়ন, নির্বিচারে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ, হত্যার প্রতিবাদে দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশ করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সমাবেশ।
রোববার (২৮ জুলাই) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগ সম্পাদক কংকন নাগ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্রহত্যা এবং রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার তীব্র নিন্দা জানায় উদীচী। শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাঙ্খিত বলপ্রয়োগের যে ঘটনা পরিলক্ষিত হয়েছে তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না বলে মনে করে উদীচী। একইসাথে এ আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে তা-ও নিন্দনীয়।
ইএইচ/
মন্তব্য করুন