এডুকেশন টাইমস ডেস্ক:
‘আমি কখনো ভাবতে পারিনি এতগুলো তাজা প্রাণ যাবে। স্বজন হারানোর বেদনা আমি বুঝি।’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করে সরকার। কোটা আন্দোলনের প্রতিটি দাবিই মেনে নেয়া হয়েছিল। কিন্তু আন্দোলনের নামে অনেক প্রাণ ঝরে গেছে। আমি কখনো ভাবতে পারিনি এতগুলো তাজা প্রাণ যাবে। স্বজন হারানোর বেদনা আমি বুঝি।
যেখানে সারাবিশ্ব বাংলাদেশকে সম্মানের চোখে দেখে সেখানে এভাবে রক্ত ঝরছে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানা। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকান্ড করে কি অর্জন করলো। দেশের ভাবমূর্তি মর্যাদা কেনো নষ্ট করা হলো। এই বিচারের ভার দেশবাসীর কাছে দিলাম।
তিনি আরো বলেন, এ ঘটনার বিচারের জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্তের পরিধি বাড়াতে বিচার বিভাগীয় তদন্ত কমিশনে আরো দুজন বিচারপতি যুক্ত হয়েছেন। জাতিসংঘের সহযোগীতাও চেয়েছি। বিদেশী প্রতিনিধিরাও সেখানে থাকুক। আমি চাই এ ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক। স্থাপনাগুলো হয়তো পুননির্মাণ করে ফিরে পাওয়া যাবে। যে প্রাণগুলো ঝরে গেলো তারাতো আর ফিরবেনা।
ইএইচ/
মন্তব্য করুন