এডুকেশন টাইমস ডেস্ক: আড়াই বছরের বেশি সময় ধরে কর্মচার্রীদের বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে।
বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসিতে কর্মরত ৩৮০ শ্রমিক কর্মচারী এ অভিযোগ তোলেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সিনোভিয়া ফার্মার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
এদিকে সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
এর আগে সোমবার সকালে বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচায় সাইনোভিয়া ফার্মার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে কোম্পানিটির শ্রমিক কর্মচারীরা। গত কয়েকদিন ধরে সেখানে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছেন তারা।
ভুক্তভোগীরা জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং আইএলও কনভেনশন লঙ্ঘন করে গত ৩১ মাস ধরে শ্রমিক কর্মচারীদের বেতন দেয়নি সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসি। দীর্ঘ এই সময় ধরে কোম্পানিটি ৩৮০ শ্রমিক কর্মচারীর বেতন বন্ধ রেখেছে বলে দাবি করেছে সাইনোভিয়ার ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
এ সময় কোম্পানিটির ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান জানান, বিভিন্ন ছলচাতুরিমূলক আশা দিয়ে দীর্ঘ সময় ধরে বেতন দেওয়ার নামে কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে কোম্পানিটি। কোম্পানিটির সাবেক এমডি এবং বর্তমান চিফ অপারেটিং অফিসার মইনুদ্দিন মজুমদার বার বার আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি। আমাদের অফিসের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, সর্বদা ক্ষমতার দাপটে দেখিয়ে তারা আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে। দিনের পর দিন আমারা এখানে দাঁড়িয়ে থেকেও কোনো ফল পাইনি। আমরা আমাদের ৩১ মাসের বকেয়া বেতন চাই। আমাদের সবার পরিবার আছে। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে। দেশে নতুন সরকার এসেছে। আমরা আশা করি, তারা আমাদের প্রতি যে অবিচার করা হচ্ছে তার একটি প্রতিকার করবেন।
এসএস/
মন্তব্য করুন